দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’

দর্শকদের হাসাতে আসছে ‘হাঙ্গামা টু’
বিনোদন ডেস্ক : ২০০৩ সালে মুক্তি পায় কমেডি সিনেমা ‘হাঙ্গামা’। তখন বলিউডের বক্স অফিসে সিনেমাটি বেশ সাড়া ফেলে।প্রায় ১৮ বছর পর আসছে ‘হাঙ্গামা টু’। বরাবরের মতো প্রথম কিস্তির পরিচালক প্রিয়দর্শনই এটি নির্মাণ করেছেন। তবে পরেশ রাওয়াল ছাড়া বদলে গেছেন সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা।জুলাই মাসের প্রথম দিন (বৃহস্পতিবার) প্রকাশ পেয়েছে সিনেমাটি ট্রেলার। যা রীতিমত দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।  ট্রেলারেই আভাস পাওয়া গেল ঠিক কেমন হতে চলেছে সিনেমাটি। একটি বাচ্চার বাবা খোঁজার মধ্যে দিয়েই ঝড়ের গতিতে এগোবে গল্প। আর গল্পের তাগিদে একে একে চরিত্র ঢুকে পড়বে এই হাঙ্গামায়।  নতুন কিস্তিতে পরেশ রাওয়ালের সঙ্গে আরও অভিনয় করেছেন শিল্পা শেট্টি, মিজান জাফরি, প্রনিথা সুভাষ ও যশপাল যাদব। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে পরেশ রাওয়াল ও শিল্পা অভিনয় করেছেন। অন্যদিকে মিজান রয়েছেন শিল্পার প্রেমিকের চরিত্রে।  করোনার কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী ২৩ জুলাই থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার-ডিজনিতে।মিজানের আগে আয়ুষ্মান খুরানার ‘হাঙ্গামা টু’ করার কথা ছিল। তবে শুটিং শুরুর আগে তিনি সরে দাঁড়ান এবং পরে কার্তিক আরিয়ানকে নেওয়ার চেষ্টা করলেও শিডিউলমেলাতে পারেননি নির্মাতা।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল