রাজধানীতে দুপুরেই নেমে এলো সন্ধ্যা, তারপর বৃষ্টি

রাজধানীতে দুপুরেই নেমে এলো সন্ধ্যা, তারপর বৃষ্টি
ঢাকা: কয়েকদিন বিরতি দিয়ে দেশে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়ছে। যার ধারাবাহিকতায় বৃষ্টিপাত হচ্ছে রাজধানীতেও।মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে রোদের উজ্জলতা না থাকলেও মেঘ ছিল না। কিন্তু দুপুরেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ঢাকা। পুরোআকাশজুড়ে নেমে আসে সন্ধ্যার আঁধার। তারপর নেমে আসে বৃষ্টি। তবে মেঘের তুলনায় বৃষ্টির তোড় কিছুটা কম বহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপাতের বর্তমান প্রবণতা দেশের বিভিন্ন স্থানে অব্যাহত থাকবে আগামী তিন দিন।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকেমাঝারী অবস্থায় রয়েছে।এই অবস্থায় বুধবার (৩০ জুন) সকাল নাগাদ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে।এদিকে বৃষ্টিপাত শুরু আগে বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর ফলে রোদ উঠলে বেড়ে যেতে পারে গরম অনুভূতি।মঙ্গলবার সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাদলগাছীতে, ৬৮ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি