মগবাজারে বিস্ফোরণ: পুলিশের সাত সদস্যের তদন্ত কমিটি

মগবাজারে বিস্ফোরণ: পুলিশের সাত সদস্যের তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ডিআইজি আসাদুজ্জামানকে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।সোমবার (২৮ জুন) বিকেলে দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-​অপারেশনস) মোহাম্মদ আয়ুব স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়েছে।পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্য হিসেবে রয়েছে- সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটি-এসবির (পূর্ব) বিশেষ পুলিশ সুপার, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার, এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক ও বিস্ফোরক অধিদপ্তরের উপ প্রধান বিস্ফোরক পরিদর্শককে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে বিস্ফোরণের কারণ ও প্রতিরোধের সুপারিশমালাসহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এছাড়া বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় করতেও বলা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি