বরগুনা আমতলী প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরের দিকে কুয়াকাটা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আব্দুল্লাহ ওই উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের হাবিব পহলানের ছেলে। জানা যায়, পাতাকাটা গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে বাবার সঙ্গে বাজার থেকে ললিপপ কিনে বাড়ি যাচ্ছিল আব্দুল্লাহ। পথে আমড়াগাছিয়া বাজার এলাকায় এলে হঠাৎ বাবার হাত ছেড়ে দৌঁড়ে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহআলম হাওলাদার জানান, এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।