নিজস্ব প্রতিবেদক : সড়কেনিয়ম অনুযায়ী ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়াসহ বেশকিছু দাবিতে সড়ক অবরোধ করেছেন চালকরা।শনিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের মাথায় প্রায় ৭০ থেকে ৮০ জন ব্যাটারিচালিত রিকশাচালক সড়কটি অবরোধ করেন।এ সময় সড়কটিতে প্রায় আধা ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়।সড়ক অবরোধ অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালকদের দাবি, সড়কে নিয়ম অনুযায়ী তাদের রিকশা চালাতে দিতে হবে।এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা লিংক রোডের মাথায় প্রায় ৭০ থেকে ৮০ জন ব্যাটারিচালিত রিকশাচালক আধা ঘণ্টা সড়কটি অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।এর আগে রোববার (২০ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন টাস্কফোর্সের সভায় সারাদেশে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, সারাদেশে রিকশা-ভ্যানে মোটর লাগিয়ে রাস্তায় চলছে। এসব রিকশা-ভ্যানের সামনের চাকায় শুধু ব্রেক, পেছনের চাকায় ব্রেক নেই বা ব্যবস্থা থাকলেও তা অপ্রতুল। এসব রিকশা-ভ্যানগুলো যখন ব্রেক করে যাত্রীসহ গাড়ি উল্টে যায়। এ ধরনের দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি হাইওয়েগুলোতেও এসব রিকশা চলে আসছে। আমরা সারাদেশে প্যাডেলচালিত রিকশার বিষয়ে কিছু বলছি না। প্যাডেলচালিত রিকশাকে যারা ইঞ্জিনে রূপান্তর করেছেন সেসব রিকশা-ভ্যান বন্ধ করার সিদ্ধান্ত আজকের সভায় নেওয়া হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।