নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য তা কার্যকর হবে।শুক্রবার জারি করা সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সে অনুযায়ী ব্যাংকও বন্ধ থাকার কথা। কিন্তু শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের জন্য সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস খোলা থাকবে। এ অবস্থায় জনমনে প্রশ্ন উঠেছে, ব্যাংক খোলা থাকবে কি না। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, সরকার প্রজ্ঞাপন জারি করার পর সিদ্ধান্ত নেওয়া হবে ব্যাংক খোলা থাকবে কি না।