খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার কৃষি পণ্য ও মৌসুমী ফল আম পরিবহনে অযৌক্তিক টোল আদায় বন্ধ এবং বিভিন্ন পরিবহনে অতিরিক্ত চার্জ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন খাগড়াছড়ির ফল বাগানি ও ফল ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (২৪ জুন) সকালে শহরের শাপলা চত্বরে এই মানববন্ধনে জেলার ফল বাগান মালিক ও ফল ব্যবসায়ী অংশ নেন।
খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি, খাগড়াছড়ি মারমা ফলদ বাগান মালিক সমিতি ও খাগড়াছড়ি বাজার ফল ব্যবসায়ী সমিতি এর আয়োজন করে। আবুশি মারমার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ফল বাগানি অ্যাডভোকেট সুপাল চাকমা, বাবুশ্যি চৌধুরী, এরশাদ উল্লাহ, অনিমেষ চাকমা রিংকু প্রমূখ।বক্তারা অভিযোগ করে বলেন, এসএ পরিবহন, সুন্দরবন, জেলা পরিষদ, পৌরসভা ও বাজার ফান্ড অযৌক্তিকভাবে অতিরিক্ত টোল আদায় ও পণ্য পরিবহনে বাড়তি ভাড়া নিচ্ছে। তারা অবিলম্বে টোল ও ভাড়া যৌক্তিকভাবে নেওয়ার দাবি জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।