ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার (২২ জুন) সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জন) বিকেল ৩ টার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানী যাত্রাবাড়ী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯ হাজার ৭৫৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আবদুর রহিমকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ এক হাজার ২০ টাকা জব্দ করা হয়।তিনি আরও জানান, তিনি বেশ কিছুদিন যাবত যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা প্রক্রিয়ধীন রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।