ঝালকাঠির ৩১ ইউপি নির্বাচনে ৩০টি‌তে নৌকার জয়

ঝালকাঠির ৩১ ইউপি নির্বাচনে ৩০টি‌তে নৌকার জয়
নলছিটি উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে রানাপাশায় মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে মো. আ. গফফার খান, কুশঙ্গলে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগরে এনামুল হক শাহীন, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজুল ইসলাম সেলিম।

রাজাপুর উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম কিবরিয়া পারভেজ।কাঁঠালিয়া উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে সদর ইউনিয়নে মো. মাহামুদুল হক নাহিদ, পাটিখালঘাটায় শিশির দাস, চেঁচরীরামপুরে মো. হারুন অর রশিদ, আমুয়ায় মো. আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন ও আওড়াবুনিয়ায় মো. মিঠু সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন