ঢাকা: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে ১০২ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।সোমবার (২১ জুন) দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের আটক করে।
মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টু ডে এ খবর প্রকাশ করেছে।সোমবার মালয়েশিয়ায় বিভিন্ন দেশের মোট ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এদের মধ্যে বাংলাদেশের ১০২ জন, ইন্দোনেশিয়ার ১৯৩ জন, ভিয়েতনামের চার জন, ভারতের দুই জন ও মিয়ানমারের আট জন নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার ডেঙ্কিল এলাকার একটি কনস্ট্রাকশন ফার্ম থেকে এসব নাগরিকদের আটক করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।