ঢাকা: গত ৮ দিন ধরে নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার সঙ্গীদের খোঁজ পাওয়া গেছে। তারা এখন রংপুর কোতোয়ালি থানায় আছেন।
শুক্রবার (১৮ জুন) দুপুরে রংপুরের কোতোয়ালি থানাধীন চারতলা মোড় আবহাওয়া অফিস মাস্টারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ফেরেন আদনান।রংপুর মেট্টোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আবু ত্ব-হাকে তার শ্বশুরবাড়ি থেকে থানায় নেওয়া হয়েছে। দুপুরের দিকে আবু ত্ব-হা ফিরেছেন বলে জানিয়েছেন তার শ্যালক জাকারিয়া হোসেন।এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশনের এক কর্মকর্তা জানান, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।এর আগে গত ১০ জুন রাত থেকে দুই সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। আদনানের খোঁজ না পেয়ে তার মা রংপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের আটদিন পর পাওয়া গেল ত্ব-হাকে।এলাকাবাসীর দাবি, জুমার নামাজের পরপরই আবু ত্ব-হা ফিরে এসে খামার মোড়ের মাস্টারপাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করেন। এরপর বিকেল পৌনে ৩টার দিকে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।