যাত্রী হিসেবে গাড়িতে তুলে ছিনতাই

যাত্রী হিসেবে গাড়িতে তুলে ছিনতাই
ঢাকা: রাজধানীর খিলক্ষেত-কুড়িল বিশ্বরোড-এয়ারপোর্ট এলাকায় প্রাইভেটকারসহ অবস্থান করে একটি ছিনতাইকারী চক্র। এ সময় তারা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়িতে তুলে নেন।সুবিধাজনক স্থানে গিয়ে ওই যাত্রীর হাত-পা বেধে সর্বস্ব লুট করে নির্জন স্থানে ফেলে দেয় চক্রটি।বুধবার (১৬ জুন) রাতে এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতাররা হলেন- চক্রের প্রধান মো. মানিক মিয়া, মো. জাকির হোসেন, আরিফ, হযরত আলী ও জাহিদ হোসেন।  এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, একটি মোবাইল, ছুরি, গামছা, স্কচটেপ, ইলেকট্রিক তার, স্ক্রু ড্রাইভার ও লোহার তৈরি লিভার উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।ডিবি জানায়, চক্রটি ঢাকার খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ভুলতা-গাউছিয়া ও এয়ারপোর্ট থেকে ময়মনসিংহ, শেরপুরে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে যাত্রী উঠায়। পরবর্তীতে যাত্রীর গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে, গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে, মুখে স্কচটেপ পেঁচিয়ে কিংবা গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে যাত্রীর সর্বস্ব লুট করে নিয়ে নির্জন স্থানে ফেলে দিয়ে চলে যায়।ঘটনার বিবরণে জানা যায়, আরিফুল ইসলাম নামে একজন গত ২০ মে রাত সাড়ে নয়টায় বাসায় ফিরতে কুড়িল বিশ্বরোড এলাকায় অপেক্ষা করছিলেন। তার মতো আরও কয়েকজন অপেক্ষা করছিলেন। কিছু সময়ের মধ্যে একটি প্রাইভেটকার আসে, সামনে থেকে ছুটে যান কয়েকজন। তাদের পিছু পিছু যান আরিফুলও।একটি সিট পেয়ে তিনিও গাড়িতে উঠে বসেন। তাকে মাঝখানে বসিয়ে গাড়ি সামনে যায়। কিছুদূর যেতেই দু’পাশ থেকে দুজন চেপে ধরে আরিফুলকে। ফোন, নগদ টাকা ও বিকাশের পিন নম্বর নিয়ে নেয়। সব লুটে নিয়ে চোখে স্প্রে করে গাজীপুরের কালিগঞ্জে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
আরিফুল এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেন। এই মামলার তদন্ত করতে গিয়ে ডিবির উত্তরা বিভাগ বুধবার (১৬ জুন) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে চক্রের পাঁচজনকে গ্রেফতার করে।ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ভিকটিম আরিফুলের আশপাশে আরও কিছু লোক ছিল। তারাও বাসের জন্য অপেক্ষা করার অভিনয় করছিলেন। মূলত তারাও এই চক্রের সদস্য। হঠাৎ আসা একটি প্রাইভেটকারে অন্যদের সঙ্গে উঠতে গিয়ে ফাঁদে পড়েন আরিফুল। তাই রাইড শেয়ারের আগে সতর্ক থাকতে নগরবাসীকে পরামর্শ দেন তিনি।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর সড়কগুলো পুরোপুরি সিসিটিভির আওতায় আনতে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। রাজধানীতে অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে, সেগুলো কেন্দ্র করে অপরাধ সংগঠিত হচ্ছে। আগামী ১-২ বছরের মধ্যে উন্নত প্রযুক্তির সিসিটিভির আওতায় আনা সম্ভব হবে। যাতে ফুটেজে স্পষ্ট মানুষের চেহারা কিংবা গাড়ির নম্বরপ্লেট দেখা যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন