ঢাকা-১৪ আসনের ভোটে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

ঢাকা-১৪ আসনের ভোটে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল
ঢাকা: আসন্ন ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বৃহস্পতিবার (১৭ জুন) মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত তথ্যের সঠিকতা পাওয়া যায়নি।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকার সঠিকভাবে মনোনয়নপত্র জমা দেননি ও জামানতের টাকা জমা দেননি।  এসব কারণে ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এওয়াইএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।আপিলে কারো মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ না হলে কিংবা কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ চার প্রার্থীই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।গত ২ জুন ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৭ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন। আর ভোটগহণ হবে আগামী ১৮ জুলাই।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন