জয়পুরহাটে ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনায় আক্রান্ত 

জয়পুরহাটে ২৪ ঘণ্টায় ৭৪ জন করোনায় আক্রান্ত 
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৭ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬৯টি নমুনা পরীক্ষা করে ৭৪টি করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে জয়পুরহাট সদরে ১১৬টির ভেতরে ২৬, ক্ষেতলালে ১৩টির ভেতরে ৭, কালাইয়ে ১৪টির ভেতরে ৫, পাঁচবিবিতে ৪৬টির ভেতরে ৭, আক্কেলপুর উপজেলায় ৬৩টির ভেতরে ৭টি এবং বগুড়ার ১১৭টির ভেতরে ২২টি ফলাফল পজেটিভ আসে।এ ক্ষেত্রে একদিনে করোনা পজেটিভ শনাক্তের হার ১৯.১৮ শতাংশ।  জানা গেছে, করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট পৌরসভা ও পাঁচবিবি পৌরসভায় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

তবে এ ক্ষেত্রে পুরোদমে লকডাউনের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।এ বিষয়ে সিভিল সার্জন মো. ওয়াজেদ আলী জানান, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ ক্ষেত্রে আতঙ্কের কোনো কারণ নেই।স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি