শার্শায় ৩০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শনাক্ত

শার্শায় ৩০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের শনাক্ত
এসময় তিনি জানান, এ উপজেলাটি বন্দর কেন্দ্রিক হওয়ায় ও  পাসপোর্ট যাত্রীদের কথা ভেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত (১৮ মে) করোনা টেস্টের জন্য র‍্যাপিড এ্যান্টিজেন মেশিন বসানো হয়েছে। এবং নিয়মিত করোনা টেস্ট করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে করোনা টেস্টের অনিহা থাকায় ব্যাপকভাবে টেস্টের আওতায় আনা সম্ভব হচ্ছে না। শুধু যারাই স্বেচ্ছায় টেস্টের জন্য আসছেন কেবল তাদেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে এ সংখ্যাও অনেক কম না।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, এ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। যার ফলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বেনাপোলসহ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিকেল ৫টার পর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ ১২ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে।  এছাড়া মোটরসাইকেলে একজন, ইজিবাইক বা ভ্যানে দুজনের বেশি যাত্রী বহন করা যাবে না। এবং সব ধরনের গণ-জমায়েত, সমাবেশ, গণপরিবহন বন্ধ থাকবে। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরের বাইরে ও জনসমক্ষে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে ও  বিধিনিষেধ মেনে চলতে হবে বলে জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি