দুর্নীতি থেকে বের হতে না পারলে বাজেট বাস্তবায়নে কাজ হবে না

দুর্নীতি থেকে বের হতে না পারলে বাজেট বাস্তবায়নে কাজ হবে না
 নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বাজেট বাস্তবায়ন করে কাজ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।বুধবার (১৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।পীর ফজলুর রহমান বলেন, সারা বছর বাজেট বরাদ্দ ব্যয় না করে শেষ এক মাসে তাড়াহুড়া করে ব্যয় করতে গিয়ে দুর্নীতি হয়। দুর্নীতি থেকে বেরিয়ে আসতে না পারলে বাজেট বাস্তবায়ন করে কোনো লাভ হবে না।তিনি বলেন, অর্থমন্ত্রী সংসদ সদস্যদের কাছে টাকা পাচারকারীদের তালিকা চান। সংসদ সদস্যরা কীভাবে তালিকা দেবেন? তালিকা তো দেবেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী তো ভালো করেই জানেন কারা টাকা পাচার করে। অডিট জেনারেলের অফিস থেকে যে অডিট রিপোর্ট দেওয়া হয় সেখান থেকেই তো অর্থমন্ত্রী তালিকা পেতে পারেন। কোন বছর কত টাকা পাচার হয়েছে সেটা দেওয়া আছে। কেন তিনি তালিকা পান না। বিদেশে টাকা পাচার হয়, অর্থমন্ত্রী ঠেকাতে পারেন না।পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতির কথা অস্বীকার করেন। দুদক গত বছরের স্বাস্থ্য খাতের ১১টি খাতে দুর্নীতি চিহ্নিত করেছে। এই স্বাস্থ্য খাতে গত এক বছরে কমপক্ষে এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাফাই না গেয়ে যারা দুর্নীতি করছে তাদের ধরেন। মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন। করোনা টিকা যাতে মানুষ পায় সেটা নিশ্চিত করতে হবে। মানুষ যদি টিকা না পায়, মানুষ যদি না বাঁচে তবে বাজেট বাস্তবায়ন হবে কীভাবে? টিকা নিশ্চিত করতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি