খুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলায় সাবেক স্বামীর হাতে পারভীন বেগম (৩৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।সোমবার (১৪ জুন) দিনগত রাত ৩টার দিকে ডুমুরিয়া কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ডুমুরিয়া বাজারের কিনা মোল্লার ছেলে লিটনের সঙ্গে পারভীনের প্রায় ৭ বছর আগে ২য় বিয়ে হয়। প্রায় ১ মাস আগের তাদের মধ্যে ডিভোর্স হয়। আবারও ওই পারভীনকে বিয়ে করতে চায় লিটন। কয়েকদিন আগে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন তিনি।পুলিশ বলছে, রাতে পারভীনের ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন লিটন। পারভীনকে বের করে ঘরের সামনে ছুরি দিয়ে কুপিয়ে পেট ফেড়ে দেয় ও রড দিয়ে পিটিয়ে মাথার ঘিলু বের করে দেওয়া হয়।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল বলেন, সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।