মালিবাগে বাসের ধাক্কায় জানালার কাঁচ ভেঙে যাত্রীর মৃত্যু

মালিবাগে বাসের ধাক্কায় জানালার কাঁচ ভেঙে যাত্রীর মৃত্যু
ঢাকা: রাজধানীর মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় জানালার গ্লাস গলায় পরে মেহেদী হাসান রানা (২৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুন) রাত পোনে ৮টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।হাতিরঝিল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, মালিবাগে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তুরাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে তুরাগ পরিবহনের বাসে জানালার পাশে বসে থাকা মেহেদির গলায় জানালার কাঁচ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি জানান, নিহতের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলায়। বাবার নাম আনিছুর রহমান। ঘটনার পর দুটি বাসকে জব্দ করা হলেও চালক দু’জনকে পাওয়া যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি