ঢাকা: রাজধানীর মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় জানালার গ্লাস গলায় পরে মেহেদী হাসান রানা (২৫) নামে এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (১৪ জুন) রাত পোনে ৮টার দিকে মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন রাস্তায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।হাতিরঝিল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম জানান, মালিবাগে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন দিক থেকে তুরাগ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এতে তুরাগ পরিবহনের বাসে জানালার পাশে বসে থাকা মেহেদির গলায় জানালার কাঁচ ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি জানান, নিহতের বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলায়। বাবার নাম আনিছুর রহমান। ঘটনার পর দুটি বাসকে জব্দ করা হলেও চালক দু’জনকে পাওয়া যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।