কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক 

কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক 
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে তুরস্ক।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী তার ন্যাটো মিত্রদের সাথে এক বৈঠকে বলেন, ন্যাটো মিত্ররা সহায়তা প্রদান করলে তুরস্কের বাহিনী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সম্মত আছে।তিনি বলেন, বিমানবন্দরের নিয়ন্ত্রণে তুরস্কের ৫০০ নিরাপত্তা রক্ষী কাজ করবে, যদি আর্থিক, লজিস্টিক এবং রাজনৈতিক সহায়তা প্রদান করা হয়।তুরস্কের আকসাজ নৌঘাঁটিতে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।  আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা সরানোর কথা রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। ধারনা করা হচ্ছে, তালেবানরা ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে। এর ফলে নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় আফগানিস্তানে কূটনীতিকদের আনাগোনা বেড়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন