মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৮

মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৪৮
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে রাজধানীতে অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (১১ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।শনিবার (১২ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।  তিনি জানান, অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে ১ হাজার ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি