বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন।শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার নামুইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাগর একই উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ জানান, বিকেলে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন ছাত্রলীগ কর্মী সাগর। পথে নামুইট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ও চালক সত্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত সত্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।