বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (১৯) নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন।শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার নামুইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাগর একই উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ জানান, বিকেলে নন্দীগ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিলেন ছাত্রলীগ কর্মী সাগর। পথে নামুইট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ও চালক সত্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত সত্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।