আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে দক্ষিণাঞ্চলীয় শহর ধারকির কাছে দুই ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৮ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।সোমবার (০৭ জুন) ভোরে ধারকি শহরের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।স্থানীয় এক কর্মকর্তা রাজ্জাক মিনহাস আল জাজিরাকে জানায়, ভোরে ধারকি শহরের কাছে উত্তরমুখী ‘মিল্লাত এক্সপ্রেস’র ১৩-১৪টি বগি লাইনচ্যুত হয়। তখন দক্ষিণমুখী ‘স্যার সৈয়দ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে মিল্লাত এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। দুই ট্রেনের বগিগুলোতে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে এ ঘটনার পর টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, ‘রেলমন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া রেলের নিরাপত্তা ত্রুটির বিষয়ে তদন্তের আদেশ দেওয়া হয়েছে। ’