ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার (৩০ মে) সকাল ছয়টা থেকে সোমবার (৩১ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ৬৯২ পিস ইয়াবা, ১৫৬ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ২১ কেজি ২৫১ গ্রাম ৩৩ পুরিয়া গাঁজা, ১ গ্রাম আইস, ৩০০টি টাপেন্টাডল ট্যাবলেট ও ১৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।