নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের পর অবশেষে পুলিশ খুঁজে পেল বিচ্ছিন্ন মাথাটি। বনানী লেক থেকে লাল রংয়ের ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।সোমবার (৩১ মে) বিকেলে বানানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য জানান। তিনি আরও জানান, রোববার দিনগত রাত ৯টায় মহাখালী আমতলী সড়কের পাশে প্রথমে মাথা, হাত, পা বিচ্ছিন্ন এক মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই রাতেই মহাখালী বাসস্ট্যান্ড থেকে কাটা হাত-পা উদ্ধার করা হয়। সোমবার লেক থেকে মাথাটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দেহের সবগুলো খণ্ড একই ব্যক্তির।