নিজস্ব প্রতিবেদক : বরাদ্দ বাড়িয়ে জাতীয় সংসদের আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাজেটে ৭ দশমিক ১২ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২০২১-২০২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৷ এটি গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।রোববার (৩০ মে) জাতীয় সংসদ সচিবালয় কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়া অর্থমন্ত্রী, আইনমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, এ বাজেটে নতুন অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব প্রাপ্তির বাজেট প্রাক্কলনে ২ কোটি ৭৪ লাখ টাকা, ২০২২-২৩ অর্থ বছরের প্রক্ষেপণে ৩ কোটি ৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রক্ষেপণে ৩ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব আদায়ের বিপরীতে গত ৯ মাসে আদায় হয়েছে ৫৮ লাখ ৮০ হাজার টাকা।এ বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।