নিজস্ব প্রতিবেদক : বরাদ্দ বাড়িয়ে জাতীয় সংসদের আগামী ২০২১-২০২২ অর্থবছরের জন্য বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বাজেটে ৭ দশমিক ১২ শতাংশ বরাদ্দ বাড়িয়ে ২০২১-২০২২ অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৷ এটি গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।রোববার (৩০ মে) জাতীয় সংসদ সচিবালয় কমিশন বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সংসদ সচিবালয় কমিশন বৈঠকের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এছাড়া অর্থমন্ত্রী, আইনমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা যায়, এ বাজেটে নতুন অর্থবছরে পরিচালন খাতে ৩৩৫ কোটি ৩৯ লাখ টাকা, উন্নয়ন খাতে ৭৫ লাখ টাকাসহ ৩৩৬ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২০-২০২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২২ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকা বেশি।২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব প্রাপ্তির বাজেট প্রাক্কলনে ২ কোটি ৭৪ লাখ টাকা, ২০২২-২৩ অর্থ বছরের প্রক্ষেপণে ৩ কোটি ৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রক্ষেপণে ৩ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চলতি ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটে ২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব আদায়ের বিপরীতে গত ৯ মাসে আদায় হয়েছে ৫৮ লাখ ৮০ হাজার টাকা।এ বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।