কলারোয়ায় গুলি ও ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

কলারোয়ায় গুলি ও ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর খালমুখ কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও দু’টি খালি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।  শনিবার (২৯ মে) দিনগত রাত দেড়টার দিকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালীর খালমুখ কবরস্থানে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি নাইন এমএম বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি এবং দু’টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিন কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি