ঢামেকে চীনা নাগরিকদের করোনা টিকা দেওয়া শুরু

ঢামেকে চীনা নাগরিকদের করোনা টিকা দেওয়া শুরু
নিজস্ব প্রতিবেদক :  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডের টিকাদান বুথে চীনা নাগরিকদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ঢামেকে ৪৫৬ জন চীনা নাগরিককে টিকা দেওয়া হবে।শনিবার (২৯ মে) ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক  এ তথ্য জানান।তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আমাদের হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিককে করোনা টিকা দেওয়া হবে। শনিবার তাদের টিকা দেওয়া শুরু হয়েছে।তিনি আরও জানান, বাংলাদেশে অবস্থানকারী চীনা নাগরিকদের নাম সহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। শনিবার ও রোববার (৩০ মে) এই দুই দিনের মধ্যে ৪৫৬ জনকে করোনা প্রতিরোধের টিকা দেওয়া সম্পন্ন করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি