নিজস্ব প্রতিবেদক : শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বুধবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ অভিনন্দন জানান।জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বৌদ্ধ পূর্ণিমা অত্যন্ত পবিত্র। বৌদ্ধধর্ম মতে এদিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান এবং মহাপ্রয়াণ হয়েছিল। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এ বাংলাদেশে সব ধর্মের উৎসবে সবার অংশগ্রহণ আমাদের ঐতিহ্য। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে এবং সম্ভব হলে ঘরে থেকেই বৌদ্ধ পূর্ণিমার প্রার্থনা করতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।