সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করায় সাগর শান্ত হবে। তবে পূর্ণিমার প্রভাবটা এখন গুরুত্বপূর্ণ। এর কারণে জোয়ারের উচ্চতা বেড়ে যায়। তবে ঝড়ের আশঙ্কায় উপকূল ছেড়ে সরে যাওয়ার কারণ নেই। বাংলাদেশ দেশ ঝড় আরো দূরে সরে গেছে।এই আবহাওয়াবিদ বলেন, এখন দমকা হাওয়া হবে। আমরা আগেই বলেছি। গত রাতেও খুলনায় ৫৯ কিমি বেগে দমকা হাওয়া বয়ে গেছে। এমনটা থাকবে।দু’তিন দিন এই প্রভাব থাকবে। ধারাবাহিক বৃষ্টিপাত হবে না। স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হবে। মেঘ, রোদ, বৃষ্টি, ঝড়, এমন থাকবে আবহাওয়া।ইয়াস আঘাত ধীরে ধীরে শক্তি ক্ষয় করে বৃহস্পতিবার নিম্নচাপে রূপ নেবে। ফলে ২৭ মে পর্যন্ত বাংলাদেশের উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী ভারতের জেলাগুলো ভারী বর্ষণের আভাস রয়েছে। ইয়াস নামটি দিয়েছে ওমান, যা পার্সিয়ান শব্দ। ইংরেজিতে একে জেসমিস, বাংলায় জুঁই ফুল বলা হয়।