তিনি আরও বলেন, দেশের সংগ্রামশীল ইতিহাস ও মানুষ, মহান মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে হাবীবুল্লাহ সিরাজী তুলে ধরেছেন তার চিন্তা ও কর্মে। বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে কবি হাবীবুল্লাহ সিরাজীর অবদান দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, বাংলা সাহিত্য চর্চা ও বিকাশে কবি হাবীবুল্লাহ সিরাজী অসামান্য অবদান রেখেছেন। সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের জন্য তার কীর্তি অক্ষয় হয়ে থাকবে।জি এম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।