নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে প্রথম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নারী পুলিশ কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন লিজা বেগম। মঙ্গলবার দুপুরে (২৫ মে) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।যোগদানের পর পরই পুলিশ সুপারের কার্যালয়ে এলে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নীলফামারীতে যোগদান করায় সর্বস্তরের মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।