১০ জোড়া আন্তঃনগর চালাচ্ছে পশ্চিম রেল, ফাঁকাই ছিল প্রথম দিন

১০ জোড়া আন্তঃনগর চালাচ্ছে পশ্চিম রেল, ফাঁকাই ছিল প্রথম দিন
রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, আজ টিকিট ও মুখে মাস্ক পড়া ছাড়া কাউকেই স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। স্টেশনের প্রবেশমুখে যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এরপর যাত্রীদের হাত সেনিটাইজ করে দেওয়া হচ্ছে। তবে অনলাইন জটিলতায় প্রথম দিন অনেকেই টিকিট কাটতে পারেননি বলে অভিযোগ করেছেন। তাই আজ এসব ট্রেনে নির্ধারিত যাত্রীর তুলনায় অর্ধেকেরও কম যাত্রী ছিল।তবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, হঠাৎ ট্রেন চলাচলের সিদ্ধান্ত আসে। তাই ট্রেনের টিকিট বিক্রির সার্ভার চালু করতে দেরি হয়েছে। এতে প্রথম দিন যাত্রীদের অনেকেই টিকিট কাটতে পারেননি। এজন্য যাত্রীও কম হয়েছে।সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মাত্র ১১৫ জন যাত্রী নিয়ে চিলাহাটির উদ্দেশে ছেড়ে গেছে। এর মোট আসন রয়েছে ১ হাজার ৮৭টি। এখানেও অর্ধেক যাত্রী যাওয়ার কথা ছিল। সকাল ৭টায় ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনের মোট আসন সংখ্যা ৯৮৮। এর মধ্যে অর্ধেক যাত্রী হিসেবে ৪৯৪টি আসন বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন মাত্র ২৫৫ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এছাড়া মধুমতী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টায় ফরিদপুরের ভাঙার উদ্দেশে ছেড়ে গেছে মাত্র ২২৫ জন যাত্রী নিয়ে। এ ট্রেনের মোট আসন সংখ্যা ৭৮৪টি। অথচ এর অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ট্রেনটি রাজশাহী ছেড়ে গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের মোট ১৩ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া মেইল ট্রেন চলে তিন জোড়া ও কমিউটর ট্রেন চলে দুই জোড়া। তবে আপাতত রাজশাহী-ঢাকা রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেন সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। মোট ১০ জোড়া আন্তঃনগর ট্রেন ও দুই জোড়া মেইল ট্রেন চলাচল করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন