অনলাইন ডেস্ক : গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এসময় গ্রেফতার করা হয় দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে।গ্রেফতারের পর সোমবার প্রথমবারের মত আদালতে শুনানিতে হাজির হন সু চি।
আইনজীবী থেই মাউং মাউং জানিয়েছেন, সু চি-কে সুস্থ অবস্থায় দেখা গিয়েছে। শুনানির আধা ঘণ্টা আগে তিনি সু চি’র সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নেন। সু চি’র আইনজীবীর বরাতে জানা যায়, সু চি তার দলের লোকদের সুস্থ থাকতে বলেছেন, সেই সঙ্গে নিশ্চিত করেছেন যে যতদিন মানুষ থাকবে ততদিন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থাকবে কারণ মানুষের জন্য এনএলডি প্রতিষ্ঠিত হয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভে প্রাণ হারিয়েছে শত শত মানুষ।