ভারতফেরত তরুণীদের জন্য আলাদা কোয়ারেন্টিন সেন্টার

ভারতফেরত তরুণীদের জন্য আলাদা কোয়ারেন্টিন সেন্টার
 নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল দিয়ে ভারত থেকে একা ফেরা তরুণীদের জন্য নারীদের তত্ত্বাবধানে নতুন একটি কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী অবস্থান করছেন।খুলনায় কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত তরুণী ধর্ষণের ঘটনায় যশোরে এই বিশেষ সতকর্তামূলক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে ভারত থেকে ফিরে এক তরুণী খুলনা নগরীর পিটিআই ট্রেনিং সেন্টারের দ্বিতীয় তলার মহিলা হোস্টেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। গত ১৪ মে রাত সাড়ে ১২টার দিকে দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।এরপর তিনি গত ১৭ মে খুলনা সদর থানায় মোখলেছুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যশোর জেলা প্রশাসন নারীদের তত্ত্বাবধানে পৃথক কোয়ারেন্টিন সেন্টার খুলেছে। যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি থেকে ওই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ওই কেন্দ্রের ভেতরে পুরুষের প্রবেশ নিষেধ। বৃহস্পতিবার কেন্দ্রটি খোলা হয়েছে। সেখানে বর্তমানে ১০ তরুণী ১৪ দিনের কোয়ারেন্টিনে আছেন।এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান  বলেন, খুলনায় কোয়ারেন্টিনে থাকা তরুণী ধর্ষণের অভিযোগের পর আমরা বিশেষ সর্তকতা নিয়েছি। ভারত থেকে ফেরা একক নারীদের জন্যে জয়তী সোসাইটির বিশেষ কোয়ারেন্টিন সেন্টার খোলা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সবকিছুই নারীদের তত্ত্বাবধানে চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি