ঢাকা: রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাজ্য সরকার নতুন সহায়তা ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী রোহিঙ্গাদের জন্য আরও ২৭.৬ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে দেশটি।বুধবার (১৯ মে) ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।হাইকমিশন জানায়, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট মোকাবিলায় ২০২১ সালের যৌথ সাড়াদান পরিকল্পনার ঘোষণা অনুষ্ঠানে রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য জরুরি সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাজ্য আরও ২৭.৬ মিলিয়ন পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে।রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় অন্যতম প্রধান দাতাদেশ হিসেবে যুক্তরাজ্য ২০১৭ সাল থেকে ৩২০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আর্থিক সাহায্য দিয়েছে।বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তার জন্য মঙ্গলবার চতুর্থ যৌথ সাড়াদান পরিকল্পনার (জেআরপি -২০১১) উদ্বোধন করা হয়।ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) ডিরেক্টর জেনারেল আন্তোনিও ভিতোরিনো উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেনেভায় জাতিসংঘ মিশনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাইমন মেনলে দেশটির পক্ষে অংশ নিয়ে এই সহায়তার ঘোষণা দেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।