বিনোদন ডেস্ক: সমাজের অগ্রসর নারীদের একজন শৈলী। এলাকায় তার সুপরিচিতি আছে। অনেকটা ডানপিটে স্বভাবের। বন্ধু-বান্ধবদের নিয়ে খোশ মেজাজে থাকেন তিনি। এমন সময়ে হঠাৎ বিয়ের প্রস্তাব আসে তার। বন্ধুদের সঙ্গে পরামর্শ শুরু করেন, কীভাবে বিয়ের প্রস্তাবটি ভেঙে দেওয়া যায়! এ নিয়ে দুর্ভোগেও পড়েন। এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতে থাকেন শৈলী। এরকম একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘ব্যাক ফায়ার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকে শৈলী চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তার বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ নাটকের গল্প আমার জন্য একেবারেই নতুন। বেশ নাটকীয়তা আছে। বিয়ে নিয়ে বিড়ম্বনা থাকলেও কিছু ম্যাসেজ আছে, যেটি অনেকের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। নাটকটিতে কাজ করেও ভালো লেগেছে। আশা করছি দর্শকের ভালোই লাগবে।’ নাটকটি প্রচার হবে বাংলাভিশনে, ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৫ মিনিট থেকে।