‘এর চেয়ে ভালো ঈদি (ঈদের উপহার) আর কি-ই বা হতে পারে জীবনে!’ ছলছল চোখে বলে উঠলেন মির্জা সামসুল। তাই ছুটি পেলেও বাড়ি যাওয়ার আগে ঈদের নমাজ হাসপাতালে বসেই পড়ার ইচ্ছে জানিয়েছিলেন তিনি। চিকিৎসকেরা সেই অনুমতি মঞ্জুরও করেন। যে ঘরে তিনি ছিলেন, সেখানেই নমাজ পড়েন।
ছেলে মির্জা ইমরানের সঙ্গে ঘরে ফেরার পথে বৃদ্ধ বলেন, করুণাময় ঈশ্বর আর ওই হাসপাতালের চিকিৎসকেরা মিলেমিশে আমাকে নতুন জীবন দিলেন। আমার মতো সব করোনা রোগীই যেন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারেন, এই ছিল আজকের বিশেষ প্রার্থনা। এমন সম্প্রীতির উৎসবে পরিবার, বন্ধু, স্বজনের কাছে ফিরতে পারলাম চিকিৎসক থেকে নার্স— সবার চেষ্টায়।
সামসুলের চিকিৎসক আসিফের কথায়, হাসপাতালে সারাদিন ধরে এত করোনা রোগীর ভিড়। গুরুতর অসুস্থ, অসহায় মুখগুলো দেখে আর বাড়ি যেতে মন চায় না। মনে হয়, তাদের সেবা করাটাই ঈদের দিনের পবিত্র কর্তব্য। এরই মধ্যে ছুটি পাওয়া রোগী সামসুলকে দেখে তারও মনে হয়েছিল নিজের জন্য, পরিবারের জন্য, গোটা মানবজাতির জন্য আজ বিশেষ প্রার্থনার উপযুক্ত মুহূর্ত। তাই কাজের ফাঁকে তিনিও নিজের ঘরে নমাজ পড়ে ফেলেন।
সূত্র: আনন্দবাজার