র‌্যাবের হাতে আটক মিতু হত্যা মামলার আসামি সাইদুল

র‌্যাবের হাতে আটক মিতু হত্যা মামলার আসামি সাইদুল
চট্টগ্রাম: নগরের  চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজহারভুক্ত আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ শাকুকে  (৪৫) আটক করেছে র‌্যাব-৭। বুধবার (১২ মে) রাত ৮ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকা থেকে আটক করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার। তিনি জানান, আটক করে রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম নগরের আনা হচ্ছে।  তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হবে। এর আগে বিকালে মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে,তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  দুপুর ১ টার দিকে মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করেন পাঁচলাইশ থানা পুলিশ।  গতকাল  মঙ্গলবার (১১ মে) সারাদিন বাবুল আক্তারকে  জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এর আগে সোমবার (১০ মে) মামলার বাদী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় তাকে।  প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় মিতুকে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সন্দ্বীপে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ ইসকন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, বিতর্কিত মৎস্য কর্মকর্তাকে বদলি