চতুর্থ বর্ষে পদার্পণ করলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ 

চতুর্থ বর্ষে পদার্পণ করলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ 
ঢাকা: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) উদ্যোগে একটি আলোচনা সভা অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মে) রাতে এই আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অংশ নেন।

সভায় মন্ত্রী ও সচিব বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ ও দেশের পরবর্তী স্যাটেলাইট (বঙ্গবন্ধু স্যাটেলাইট-২) নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।  ২০১৮ সালের ১২ মে বাংলাদেশ সময় ভোর ২টা ১৪ মিনিটে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুসারে ১১ মে বিকেল ৪টা ১৪ মিনিট) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের সাহায্যে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশের কক্ষপথের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়।

এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক দেশগুলোর অভিজাত ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ। আর মহাকাশে স্বমহিমায় স্থান করে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট।

এই আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএসসিএলের পরিচালকরা এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্হার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন