খুলনা: ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি মো. আবু তৈয়ব মুন্সী জামিনে মুক্তি পেয়েছেন।বুধবার (১২ মে) বিকেলে খুলনা জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
এরআগে গত ৫ মে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছিলেন।পুলিশ জানায়, গত ২০ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বাদী হয়ে খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। ওই মামলায় সেদিন রাতেই নগরীর নূরনগর এলাকার বাসা থেকে সাংবাদিক আবু তৈয়বকে গ্রেফতার করেছিল পুলিশ। সাংবাদিক আবু তৈয়ব সম্প্রতি খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে মেয়রের বিরুদ্ধে মোংলা কাস্টমসে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপন করেছিলেন তিনি।