ইসলাম ডেস্ক :সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ উদযাপন হবে বৃহস্পতিবার (১৩ মে)।মঙ্গলবার (১১ মে) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ তথ্য জানায় আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। মঙ্গলবার চাঁদ না দেখা যাওয়ায় সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এবার ৩০ রোজা পালন করবে। একই সঙ্গে ঈদ উদযাপন করবে বৃহস্পতিবার (১৩ মে)।
আল ইমরান,বগুড়া:নিহতরা হলেন, উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডপ পূর্বপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) ও তার প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আক্তার (৩০)। বুধবার (৯ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেপুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাতের কোনো এক সময়ে তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় রাতে চারজন লোক আফতাব হোসেনের বাড়িতে ঢুকে তার ও রিভার হাতপা বেঁধে শ্বাসরোধে হত্যা করেন প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে ধর্ষনের শিকার হয়েছে নিহত রিভা।