ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য সাব্বির আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৬ মে) প্রধান বিচারপতির নেতৃত্বে ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। সাব্বির আহমেদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
সাব্বির আহমেদের বিরুদ্ধে গত বছর ২৫ নভেম্বর আদাবর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এ মামলায় হাইকোর্ট তাকে গত ১৬ মার্চ জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ওই জামিনাদেশ স্থগিত করে দেন। এরই ধারাবাহিকতায় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য উপস্থাপিত হয়। উভয়পক্ষের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন আদালত।