ঢাকা: যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।রোববার (০২ মে) বাংলানিউজকে তিনি এ কথা বলেন। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, রেলওয়ে একটি সরকারি সংস্থা। আমরা চাইলেই রেল চালু করতে পারি না। সরকার যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী চলবো। সরকা র ট্রেন চলাচলের অনুমতি দিলে আমরা ট্রেন চলাচল শুরু করবো। এর আগে গত ৩ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রণালয়। তবে পণ্যবাহী ট্রেন চলাচল করছে। এরই মধ্যে গত ৭ এপ্রিল থেকে কৃষিজাত পণ্য ও পার্শ্বেল পরিবহনে চার জোড়া নতুন ট্রেন পরিচালনা করা হয়।