নিহতরা হলেন- উপজেলার পাখিবিল (রূপচেং) এলাকার আরব আলীর ছেলে অটোরিকশার চালক হোসেন আহমদ (২২), একই গ্রামের জামাল মিয়ার স্ত্রী সাবিহা বেগম (৩০), তার মেয়ে সাদিয়া বেগম (৭) ও ছেলে শাহাদাত হোসেন (৫ মাস) এবং মৃত হাফিজ আলীর স্ত্রী হাবিবুন্নেছা (৩৩)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে উপজেলার লালাখাল এলাকার গ্রামীণ রাস্তা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি সিলেট-তাবাবিল সড়কে উঠছিল। এসময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের দুই নারী ও দুই শিশুসহ পাঁচজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন জাকারিয়া (৪৮) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে জৈন্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, আহত জাকারিয়ার সম্বন্ধির মরদেহ দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে সকালে দুর্ঘটনার পর পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।