লোভী শিকারির দেওয়া বিষে প্রাণ গেল ২২৮ ঘুঘু-কবুতরের

লোভী শিকারির দেওয়া বিষে প্রাণ গেল ২২৮ ঘুঘু-কবুতরের
বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ  উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে বিষাক্ত খাবার খাইয়ে ২৮টি পোষা কবুতর ও ২শটি ঘুঘু মেরে ফেলা হয়েছে। কে বা কারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই বিষয়টি সবার সামনে আসে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খাইয়ে কবুতরও মারা হয়েছে। এ ঘটনায় অন্তত ২শটি ঘুঘু মারা গেছে। এতে প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধের ধরণ নতুন আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি