নারায়ণগঞ্জে খাল দখলের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

নারায়ণগঞ্জে খাল দখলের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বস্তল এলাকায় একটি নির্মাণাধীন ইস্পাত কারখানার মালিকের পক্ষ হয়ে খাল দখলের দায়ে গোলজার হোসেন নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুল ইসলাম এ কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত গোলজার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম জানান, জামপুর ইউনিয়নের বস্তল এলাকার শত বছরের বস্তল খাল মাটি দিয়ে ভরাট করায় গোলজার হোসেনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, কারখানা কর্তৃপক্ষের পক্ষে সরকারি খাল দখল করেছেন গোলজার। সরকারি খাল দখল ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে ওই ইস্পাত কারখানার সব ধরনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান  বলেন, দণ্ডপ্রাপ্ত গোলজারকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি