বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত

বৃষ্টি হলেও তাপপ্রবাহ অব্যাহত
তবে কুমিল্লা, ফেনী, নোয়াখালি, সীতাকুন্ড, শ্রীমঙ্গল এবং দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এদিকে বৃষ্টিপাতের ফলে ঢাকাসহ দেশের প্রায় সর্বত্রই আগামী এক থেকে দুই দিনের মধ্যে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হওয়া বৃষ্টিপাতের পরিমাণের রেকর্ড করা হয়। এতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় রাজশাহীর তাড়াশে ৫০ মিলিমিটার। আর সর্বনিম্ন বৃষ্টিপাত রেকর্ড করা হয় বরিশাল বিভাগের ভোলায় ১ মিলিমিটার। ঢাকায় ২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে এবং অন্তত এক সপ্তাহ এটি অব্যাহত থাকবে কাজেই তাপমাত্রা দেশের প্রায় সর্বত্রই কমবে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কালবৈশাখী বা কোন ধরনের ঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়া অবস্থায় এ বিষয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ফলে সার্বিকভাবে তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়াও দিনের তাপমাত্রা কিছুটা কমবে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে সাম্প্রতিক সময় ধরে চলমান তাপপ্রবাহে অতীষ্ট দেশবাসী। বিশেষ করে রাজধানী ঢাকায় গেল ২৫ এপ্রিল বিগত সাত বছরের মধ্যে সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৪ সালের একই দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি