গাজীপুর: গাজীপুরের টঙ্গীর হিমারদিঘী কেরানিরটেক বস্তি এলাকা থেকে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে রেজাউল করিম (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৮ এপ্রিল) সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত রেজাউল করিম টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেনের আলীর ছেলে। তিনি টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতা রেজাউল করিম। পরে ওই ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। ওই মামলায় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়েছে।জীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ জানান, রেজাউল করিমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া নবীন হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭৭০ গ্রাম গাজা এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে নবী হোসেন পুলিশের কাছে স্বীকার করে উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ছাত্রলীগ নেতা রেজাউল করিম বিক্রি করতে তাকে দিয়েছেন। পরে মঙ্গলবার রাতে রেজাউল করিমকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।