এবার আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা

এবার আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় রেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহারাইন, কুয়েত, চীন, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। একইভাবে স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার বাদে সব অভ্যন্তরীণ রুটেও চলছে ফ্লাইট এর পাশাপাশি কোনো প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত ১৪ এপ্রিল থেকে চলা বিধিনিষেধের মেয়াদ এক সপ্তাহ বেড়ে ৫ মে পর্যন্ত কার্যকর হবে। এই এক সপ্তাহ কীভাবে ফ্লাইট পরিচালনা করা হবে তা নিয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল)  সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানায় বেবিচক।

বেবিচক সূত্র জানায়, বর্তমানে অনেক রাষ্ট্রদূত নিজ দেশে যেতে চান, অনেকে আবার বাংলাদেশে আসতে চান। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে বর্তমানে শুধু বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া যায়, প্রবেশ করা যায় না। অন্যদিকে অনেক  প্রবাসী নানা দেশে আটকে পড়েছেন। ফলে ৫ মের পরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার চিন্তা-ভাবনা চলছে। তবে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানায় সূত্র।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, পূর্বের ব্যবস্থাপনায় বিশেষ ও ডমেস্টিক ফ্লাইট পরিচালনা করা হবে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় নানা ধরনের সমস্যা হচ্ছে। তাই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। কুয়েত, বাহরাইন, চীন, সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য স্পেশাল ফ্লাইট চলমান।

বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। প্রবাসী কর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র নেন এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইন্স ‘বিশেষ বিবেচনায়’ ঢাকা-চীন ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো তাদের যথাযথভাবে মেনে চলতে হবে। এছাড়া ৬টি আন্তর্জাতিক গন্তব্যে এখন থেকে ট্রানজিট যাত্রীরাও চলাচল করতে পারবেন। তবে প্রবাসী কর্মীদের এখানে অগ্রাধিকার দিতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন