বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে শৈবালিনি রায় (৬০) খুনের ঘটনায় তার ছেলে সুব্রত রায় (৪২) ও পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসকে (২৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মোংলা উপজেলার শেলাবুনিয়া বটতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।শৈবালিনি রায় মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের স্ত্রী। স্থানীয়রা জানান, আগে থেকেই বিভিন্ন কারণে শৈবালিনি রায়ের সঙ্গে তার পুত্রবধূ সুচিত্রা বিশ্বাসের বিরোধ ছিল। মঙ্গলবার গোবরের লাকড়ি নিয়ে শৈবালিনির সঙ্গে সুচিত্রার আবার ঝগড়া হয়। সুব্রত বাড়িতে এসে ঝগড়ার বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে হাতের কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে সে ঘটনাস্থলেই মারা যান শৈবালিনি।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠাই। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।